বাসভবনে অনুপ্রবেশকারীদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন এই মাঠপ্রশাসন কর্মীকে দেখতে এসে তিনি একথা বলেন।
ওয়াহিদার স্মৃতি ও চেতনা সম্পূর্ণ অক্ষত রয়েছে। তার সঙ্গে জীবনের গুরুত্বপূর্ণ নির্দেশকগুলি ভালো থাকলেও তার শরীরের ডানপাশটা এখনও অবশ রয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।
বেলা ১১টার সময় হাসপাতালে এসে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ওয়াহিদা খানমের কেবিনে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন।