কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাপাখাওয়া বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩ বছর মেয়াদী এ কমিটির পূর্ণ মেয়াদ গত বছরের ১৯ নভেম্বর শেষ হলে নতুন কমিটি নির্বাচনের জন্য সাপখাওয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গণিকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। পরে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে সাপাখাওয়া বাজারে কণ্ঠ ভোটের মাধ্যমে একটি নতুন কমিটি নির্বাচন করে দেন আহ্বায় কমিটি। এতে সেবা মেডিসিন কর্নারের সত্বাধিকারী পল্লী চিকিৎসক জাহিদুল ইসলাম জাহিদকে সভাপতি এবং ডক্টর ফার্মেসির সত্বাধিকারী হাসমত আলীকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে বাহেজ মিয়া, সহ-সভাপতি পদে বিস্মিল্লাহ ফার্মেসির সত্বাধিকারী একরামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক নুরনবী মেকার, কসমেটিকস ব্যবসায়ী রাশেদুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান (মেকার), কোষাধ্যক্ষ-আতাইউর রহমান আতা, দপ্তর সম্পাদক আমিনুর রহমান, আইন বিষয়ক সম্পাদক হাওলাদার মসলেম উদ্দিন, কার্যকরী সদস্য-ইলেকট্রিক মেকার এমদাদুল হক ব্যাপারী, সাহের আলী, জামিউর ইসলাম তারা মুন্সি।