বিশিষ্ট শিল্পপতি বীরমুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু বলেছেন, বঙ্গবন্ধুর যোগ্য কন্যা শেখ হাসিনা সারা দেশে যে উন্নয়ন করেছেন তার কারণে ঘরে ঘরে আওয়ামী লীগের জনসমর্থন আরও বেড়েছে। আওয়ামী লীগের ভোটও বেড়েছে কয়েক গুন। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মির দায়িত্ব এখন এইসব ভোটারদের গুছিয়ে ভোট কেন্দ্রে নিয়ে আসা। তবেই আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা- ৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে উপ-নির্বাচনে শুধু বিজয়ী না, বিপুল ভোটের ব্যবধানে নৌকার জয়লাভ নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, বিগত নির্বাচনে অতি উৎসাহিরা প্রতিদ্বন্দ্বি প্রার্থীর উপর হামলা করে আওয়ামীলীগকে সমালোচনার মুখে ফেলেছিল। দলীয় প্রধানও বিষয়টি ভাল চোখে দেখেননি। এবার যেন সে রকম কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে সবার খেয়াল রাখতে হবে।
শনিবার দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার ইমান কমিউনিটি সেন্টার পাবনা জেলা আওয়ামী লীগের প্রয়াত: সভাপতি ও পাবনা-৪ আসনের এমপি শামসুর রহমান শরীফ ডিলুর স্মরণ সভা ও প্রতিনিধি সম্মেলনে সম্মানিত অতিথির ভাষণে বীরমুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু এ কথা বলেন। পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লালের সভাপতিত্বে ও পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপির পরিচালনায় আওয়ামী লীগের প্রয়াত জেলা সভাপতি ও পাবনা-৪ আসনের এমপি শামসুর রহমান শরীফ ডিলুর স্মরণ সভা ও প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
বিশেষ অতিথির আরও বক্তব্য দেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, আহমেদ ফিরোজ কবীর এমপি, নাদিরা ইয়াসমিন জলি এমপি, খন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি, পাবনা- ৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি ও ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক এমপি পাঞ্জাব আলী বিশ্বাস, স্বেচ্ছাসেবকলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম লিটন, পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস সালাম খান, জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আলী মতুর্জা বিশ্বাস সনিসহ ঈশ্বরদী -আটঘরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ক্ষমতার দম্ভ দেখিয়ে নয়, ভোটারদের মন জয় করে গণরায়েই পাবনা ৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে আওয়ামী লীগ বিজয়ী হবে।
এস এম কামাল বলেন, প্রয়াত সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগের কর্মীদের সুসংগঠিত করতে অসমান্য অবদান রেখেছেন। তাঁর ধারাবাহিকতায় আওয়ামী লীগ সভানেত্রী এ অঞ্চলের আওয়ামী লীগের পরীক্ষীত ত্যাগী নেতা মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসকে মনোনয়ন দিয়েছেন। সকল নেতাকর্মীকে বিভেদ ভুলে নৌকা প্রতীককে বিজয়ী করতে মাঠে নামতে হবে।