কুড়িগ্রামের রাজারহাট সদর ইউপির চান্দামারী রামশিং গ্রামে পানি নিস্কাশনের জন্য সরকারিভাবে নির্মিত দু’টি ক্যানেল ভরাট করার অভিযোগ এনে ওই এলাকার শতাধিক কৃষক স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে জানা যায়, রাজারহাট সদর ইউনিয়নের চান্দামারী মৌজার রামশিং গ্রামে অবস্থিত চান্দামারী ফাজিল ডিগ্রি মাদ্রাসার উত্তর-পূর্ব দিকে ক্যানেলটি যার এসএ খং নং-০১, দাগ নং-৬৫৫ ও পশ্চিম দিকের ক্যানেলটি যাহার এসএ খং নং-০১, দাগ নং-৫৯৮ ওই ক্যানেল দু’টি ওই এলাকার অসাধু ব্যক্তি ইয়াছিন আলী, রাজা মিয়া, আহমদ আলী, সাজু মিয়া ও সফিকুল ইসলাম তাদের নিজ সুবিধার্থে ক্যানেল দু’টির পানি যাতায়াতের পথ বন্ধ করে দেয়। পাশাপাশি সফিকুল ইসলাম ক্যানেলের কিছু অংশ ভরাট করে ঘর নির্মাণ কাজ শুরু করে। এর ফলে পার্শ্ববর্তী প্রায় শতাধিক পরিবারের ফসলি জমিতে পানি আটকে গিয়ে প্রায় ৪০/৫০ একর জমির রোপনকৃত রোপা-আমন ক্ষেত নষ্টের উপক্রম হয়েছে। ভুক্তভোগী চাষিরা একাধিকবার তাদেরকে অনুনয়-বিনয় করেও কোন ফল না পেয়ে নিরুপায় হয়ে এলাকাবাসী রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ বিষয়ে সেপ্টেম্বর শনিবার রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম বলেন, অভিযোগ পেয়েছি, সরেজমিনে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।