কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ প্রতিরোধে প্রধানমন্ত্রীর সহকারি প্রেসসচিব রাজারহাটের কৃতী সন্তান এ বি এম সারওয়ার-ই-আলম সরকার জীবন- এর পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জামাদী প্রদান করা হয়। ৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহকারি প্রেসসচিবের পিতা মোঃ আকবর আলী সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দ্দী বাপ্পি, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ শাহীনুর রহমান সরদার (শিপন)। এ সময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড আকলিমা বেগম, থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ রাজু সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আবদুস ছালাম মাষ্টার, উপজেলা যুবলীগের আহ্বায়ক কুমোদ রঞ্জন সরকার, ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক সুমন কুমার রায়, প্রেসক্লাবের সভাপতি এস এ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ। শেষে সহকারি প্রেসসচিবের পাঠানো চিকিৎসা সরঞ্জামাদী হস্তান্তর করা হয়।