জয়পুরহাটের ক্ষেতলালে পৌর মেয়রের উদ্দ্যেগে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। কালাইসহ দেশের ১১ টি স্থানে শেখ কামাল আইটি ট্রেনিং এ- ইনকিউবেশন সেন্টার অনুমোদন হওয়ায় শনিবার বিকেলে ক্ষেতলাল পৌরবাসীর পক্ষ থেকে পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলুর উদ্দ্যোগে উন্নয়ন মাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আধুনিক জয়পুরহাটের রুপকার হুইপ আবু সাঈদ আল- মাহমুদ স্বপনকে অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল হয়েছে।
মিছিলটি ক্ষেতলাল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সরকারী সাঈদ আলতাফুন্নেছা কলেজ মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি দুলাল মিয়া সরদার, যুবলীগনেতা শাখাওয়াত হোসেন, যুব মহিলা লীগনেত্রী শেখ রহিমা তারা, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আ,ফ,ম সোহেল, উপজেলার চার ইউনিয়নের চেয়ারম্যানসহ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।