সরকারী শুল্ক ফাঁকি ও গোপাল বিড়ির ব্রান্ড নকল সম্বলিত খুলনার পাইকগাছায় ১০ হাজার মনির বিড়ি সহ পুলিশ নাজমূল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছেন। ধৃত ব্যক্তির বাড়ী উপজেলার সোলাদানা ইউপির রয়ারঝাপা গ্রামে। শনিবার দুপুরে উপজেলার কপিলমুনি বাজারের ধান্য চত্বর থেকে থানা পুলিশের এসআই অনিষ মন্ডল তাকে আটক করেন। মনির বিড়ি যশোরের মনিরামপুরের দিগায় প্রস্তুত হয় বলে পুলিশ জানিয়েছে। কপিলমুনি গোপাল বিড়ি এসআর তপন পাল জানান, দীর্ঘদিন নকল বিড়ি বাজারে বিক্রি করছে। আমরা ধরতে পারিনা। দামও কম। আইনি প্রক্রিয়া যাবো আমরা।