করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। শনিবার (০৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত হন। দলীয় নেতা কর্মীদের সূত্রে জানাযায়, করোনা পজিটিভ হলেও বর্তমানে শারীরিকভাবে ভালো আছেন তিনি। খুলনা মহানগরে তার নিজের বাড়িতেই আইসোলেশনে আছেন।