খুলনার পাইকগাছায় মা-বাবাকে খাবারে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে অজ্ঞান করে স্বর্ণঅলঙ্কার সহ স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে এ মামলাটি করেছেন ভিকটিমের বাবা পৌর সভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা দীপক মন্ডল। স্বর্ণালঙ্কার ও ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য খুমেক হাসপাতালে পাঠানোর কথা বলেছেন পুলিশ। মামলা সূত্রে জানাগেছে, পৌর সভার ৭ নং ওয়ার্ডের ভাড়াটিয়া বাসিন্দা ব্যবসায়ী ভিকটিমের পিতা দীপক মন্ডলের সাথে প্রতিবেশি ভাড়াটিয়া বাসিন্দা ছাত্তার গাজী পরিবারের মধ্যে যাতায়াত ছিল। এর ূসূরে ছাত্তার গাজীর ছেলে আছাদুল (২১) গত ৩০ আগস্ট রাত সাড়ে ১০ টার দিকে দীপকের বাড়ীতে ঢুকে কৌশলে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দেয়। রাতের খাবার খেয়ে দীপক দম্পত্তি জ্ঞান হারিয়ে ফেলে। এ সুযোগে আছাদুল তার সহযোগিদের নিয়ে দীপকের ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার, টাকা পয়সা সহ ৮ শ্রেণীর শিক্ষার্থীকে জোর পূর্বক ভাবে অপহরণ করে নিয়ে যায়। পুলিশী তৎপরতার একপর্যায়ে ঘটনার ৫ দিন পর ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহাবুবুর রহমান রঞ্জু শুক্রবার সকাল ১০ টার দিকে ঔই স্কুল ছাত্রীকে থানায় হস্তান্তর করেন। এ ঘটনায় ভিকটিমের বাবা দীপক মন্ডল বাদী হয়ে গতকাল অপহরণকারী আছাদুল ও তার সহযোগির বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করেছেন, যার নং-৪। স্বর্ণালঙ্কার উদ্ধার সহ ভিকটিমের ডাক্তারী পরীক্ষার কথা বলে ওসি মোঃ এজাজ শফী জানান, এ মামলার আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত আছে।