পাখি বসার স্থান-পার্চিং। কীটনাশক ছাড়াই পোকা দমনের আধুনিক পদ্ধতির গুলোর মধ্যে এটি একটি। এই পদ্ধতিতে পোকা দমনে যথেষ্ট উপকার পাওয়ায় রংপুরের পীরগঞ্জ সহ আশপাশের উপজেলাগুলোতে কৃষকের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। ফলে রংপুরের পীরগঞ্জ মিঠাপুকুর,বদরগঞ্জ,তারাগঞ্জ,গঙ্গাচাড়াসহ আশপাশের উপজেলাগুলোতে ধান ক্ষেতে পোকা দমনে পার্চিং পদ্ধতির ব্যবহার পুর্বে তুলনায় অনেক বেড়েছে। রংপুরের সবগুলো উপজেলার প্রায় কৃষক চলতি আমন মওসুমে জমিতে পোকা দমনের পার্চিং পদ্ধতি ব্যবহার করছে। ওই পদ্ধতি ব্যবহার করায় জেলার বোরো চাষীদের চলতি মওসুমে কীটনাশক প্রয়োগ বাবদ বিপুল পরিমান টাকা উৎপাদন খরচ কম হবে। আগামীতে এই পদ্ধতির ব্যবহার আরও বৃদ্ধি পাবার আশা করছে কৃষি বিভাগ। গত বোরো মওসুমে জেলা কৃষি বিভাগের উদ্যোগে স্বল্প সংখ্যক কৃষক ওই পদ্ধতি ব্যবহার করে ব্যাপক উপকার পওয়ায় চলতি ইরি-বোরো মওসুমে কৃষকরা ওই পদ্ধতি ব্যবহারে উৎসাহী হয়। তাছাড়া চলতি আমন মওসুমে জেলা কৃষি বিভাগ কীটনাশক ছাড়াই ধানক্ষেতে পোকা নিধনে পার্চিং পদ্ধতি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। কৃষকদের মাঝে ব্যাপক প্রচারনার ফলে এ পদ্ধতীর ব্যবহার বাড়ছে। উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের সংগঠিত করে মাঠ পর্যায়ে এ পদ্ধতী বাস্তবায়নে নিবিড় পর্যবেক্ষন করেন। কোন কোন ক্ষেত্রে কৃষকের জমিতে পার্চিং এর উপকরণ নিজেরাই সরবরাহ করে এটির ব্যবহার নিশ্চিত করেন। যে কারণে চলতি আমন মওসুমে রংপুরের কৃষকদের মাঝে ওই পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে। কৃষকরা আমন চারা রোপনের সাথে সাথে জমিতে পাখি বসার জন্য গাছের ডাল, বাঁশের কঞ্চি পুঁতে দেন। এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলার আমনচাষী-রামনাথপুরের রজ্জব আলী,হাসান আলী, আব্দুল্যাপুরের নবাব হোসেন,মোহাম্মদ আলী, ওসমানপুরের শমসের ব্যাপারী,আমজাদ আলী, তুলারামপুরের শাহ আলম,হান্নন মিয়া,মহাজিদপুরের লাবলু মিয়া, পানেয়ার শামছুল হক, কুতুবপুরের আবদুল আজিজ মিঠাপুকুরের বৈরাতী এলাকার কৃষক আবদুর মান্নান,সাহেব মিয়া,আতাউর রহমান এর সাথে কথা হলে তারা জানান-উপ-সহ কৃষি কর্মকর্তারা বলেছে ধান রোপনের সাথে সাথে জমিতে ডাল পুঁতে দিলে ওই ডালে পাখি বসে পোকা ধরে খেয়ে ফেলে। তাই ধানের জমিতে পোকা আক্রমণ করতে পারেনা। এতে কোন খরচ নেই। জমির ফসল থাকে রোগ-বালাই মুক্ত। উৎপাদন খরচও কমে যায়। পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সাদেকুজ্জমান জানা-এবারে শুধুমাত্র পীরগঞ্জ উপজেলায় ২৩ হাজার ৫ ’শ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। চাষকৃত বেশীর ভাগ জমিতে চাষীরা এবারে পার্চিং পদ্ধতি ব্যবহার করেছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে আমন ক্ষেত গুলোতে পার্চিং পদ্ধতির এর দৃশ্য লক্ষ করা গেছে। পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আরও জানান, ধানক্ষেতের প্রধান শত্রু মাজরা পোকা। এরা ধান গাছের মাঝে গর্ত করে বাচ্চার জন্ম দেয়ার কারণে ধানক্ষেতে এদের আক্রমণ বেড়ে যায়। এদের আক্রমণে কৃষকরা বিচলিত হয়ে ওঠে। পোকা দমনে নানা ধরনের কীটনাশক প্রয়োগ করে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে থাকে। অন্যদিকে পরিবেশ ও বায়ু দূষণ হয়। ধান ক্ষেতের রোগ-বালাই ও ক্ষতিকর পোকা মাকড় দমনে পার্চিং পদ্ধতির উপকারিতা বিষয়ে তিনি বলেন, ধানক্ষেতে পুঁতে রাখা গাছের ডাল বা কঞ্চিতে (পার্চিং এ ) দিনভর ফিঙ্গে, শালিক ও বুলবুলিসহ নানা জাতের পরভোজী পাখি বসে পোকার মথ, ডিম, কীড়া ও পুত্তলী খেয়ে থাকে। একটি পাখি সারা দিনে অন্তঃত ৩০টি করে মাজরা পোকার মথ খেয়ে থাকে। একটি মাজরার মথ থেকে ৩০০ করে বাচ্চা জন্ম হয়। শুধুমাত্র একটি পাখির দ্বারা প্রতিমাসে কমপক্ষে ২ লাখ ৭০ হাজার পোকা ধ্বংস করা সম্ভব হয়। এতে মাজরা পোকা সহ অন্যান্য পোকাও নিধন হয়। ফলে ধান ক্ষেতে ব্যাপক হারে পোকার আক্রমণ হয় না।