খুলনার পাইকগাছায় চাঁদখালী ইউপি'র কাওয়ালী গুচ্ছগ্রামে বসবাসরতদের দক্ষতা উন্নয়নে তিনদিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা বিআরডিবি অফিসের উদ্যোগে কৃষি, মৎস্য, পোল্ট্রি ডিয়ারী ফার্ম ও ক্ষুদদ্র শিল্প উন্নয়ন ও দক্ষতা বৃৃদ্ধিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বুধবার গুচ্ছগ্রামের একটি কেন্দ্রে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাতুল আলম, ইউ আর ডি ও রুহুল আমিন ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন প্রমুখ।