পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ী ইউনিয়নের আতরখালী গ্রামে মাল্টা চাষ করে জাকির হোসেন এর সফলতা, এবছরই বাম্পার ফলন, কৃষকের মুখে হাঁসি।
তিন বছর আগে ১০ একর সম্পত্তির ওপর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃক মালটা চাষের প্রদর্শনী থেকে উদবুদ্ধ হয়ে এ মাল্টা ফলের চাষ শুরু করেন আতরখালী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা সংলগ্ন কৃষক জাকির হোসেন।
প্রথমে কৃষি অধিদপ্তর মাল্টা চাষ প্রদর্শনী হিসেবে ৩শত মাল্টা চারা প্রদান করেন পরে তিনি আরো ৭শত চারা ক্রয় করে মোট এক হাজার চারা রোপন করেন। বর্তমানে বাগানের কাছাকাছি গেলেই দেখা মিলবে থোকায় থোকায় ছোট বড় হাজারো মাল্টা ঝুলছে। স্থানীয় শিক্ষক আবদুল মজিদ ও মো. শহিদুল ইসলাম জানান, এ বাগানের মাল্টা অত্যন্ত রসালো ও সু-স্বাদু।
বৃহস্পতিবার দুপুরে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লা আল মামুন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাইনুল হুদা, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো. লুৎফর রহমান লিখন ও সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. শফিকুল ইসলাম আযাদ জাকিরের মাল্টা বাগান পরিদর্শন করেছেন।
পরিদর্শনে টিম প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম এ প্রত্যন্ত এলাকায় মাল্টা চাষ ও বাম্পার ফলনের সফলতায় জাকিরের মত আরো আগ্রহী কৃষক খুঁেজ বেড় করে মাল্টা চাষে উদবুদ্ধ করন সহ সরকারের সকল প্রকার সুযোগ সুবিধা প্রদানের কথা বলেন। এ সময় কৃষক জাকির হেসেন জানান, এখন পর্যন্ত ১মশ মন বিক্রয় করেছি আরো আনুমানিক ৪শ মনের মত বিক্রয় করা যাবে। তিনি আরো জানান আমার এ পর্যন্ত যে অর্থ ব্যায় হয়েছে তা উঠেও দ্বিগুন লাভ হবে বরে আশা করছেন।