কুড়িগ্রামের চিলমারী উপজেলার ২৬ জেলে ভারতের জেল থেকে মুক্তি পেয়ে আসা পরিবারের মাঝে প্রতিমন্ত্রী জাকির হোসেন খাদ্য সহায়তা প্রদান করেছেন। বৃহস্পতিবার দুপুরে চিলমারী উপজেলা পরিষদ সভা কক্ষে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। উপজেলা প্রশাসন চিলমারীর আয়োজনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর- ই জান্নাত রুমির সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কুদ্দুস সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, জেলা পরিষদ সদস্য রেজাউল করিম লিচু, চিলমারী মডেল থানার কর্মকর্তা ইনচার্জ আমিনুল ইসলাম প্রমুখ।