জয়পুরহাটের ক্ষেতলালে খরিপ-২ মৌসুমে মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৫০জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে সার ও মাসকালাই বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রণোদনা কর্মসূচীর অর্থায়নে বিনা মূল্যে এসব উপকরণ বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল। উপজেলার ৫০জন প্রান্তিক কৃষকের মাঝে মাসকালাইয়ের বীজ ৫ কেজি, ডিএপি ও এমওপি ১৫ কেজি সারসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম আবু সুফিয়ান, উপজেলা কৃষি কর্মকর্তা জাহেদুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান প্রমূখ।