পাবনার সুজানগরের হাট-বাজারে আকাশ ছোঁয়া দামে সবজি বিক্রি হচ্ছে। এতে নিম্ন আয়ের মানুষের পক্ষে সবজি কেনা অসম্ভব হয়ে পড়েছে।
সরেজমিন সুজানগর পৌর বাজার ঘুরে দেখা যায়, বেগুন, পটল, কচু, ঝিঙে এবং করলাসহ অধিকাংশ সবজির দাম প্রতি কেজি ৫০ থেকে ৬০টাকা। আর কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৯০টাকা দরে। গ্রাম-গঞ্জের হাট-বাজারে ওই সব সবজির দাম আরও বেশি। উপজেলার মানিকহাট গ্রামের আবদুল আজিজ মোল্লা বলেন, সুজানগর পৌর শহরে যে বেগুন প্রতি কেজি ৬০টাকা দরে বিক্রি হচ্ছে, সেই একইমানের বেগুন গ্রাম-গঞ্জের হাট-বাজারে ৭০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ২০০টাকা দরে। উপজেলার ভবানীপুর গ্রামের আলাল হোসেন বলেন সুজানগর পৌর বাজারে বেগুন, পটল, কচু, ঝিঙে এবং করলাসহ অধিকাংশ সবজি লাগামহীন দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ সবজি নাম হলেই প্রতি কেজির দাম ৫০টাকা। আর বেগুনসহ যেকোন ভালমানের সবজির দাম প্রতি কেজি ৬০থেকে ৭০টাকা। হাট-বাজারে সবজির বর্তমান এই চড়া মূল্যে নিম্ন আয়ের মানুষের পক্ষে কেনা অসম্ভব হয়ে পড়েছে। উপজেলার মানিকদীর গ্রামের ভ্যান চালক আবুল হোসেন জানান, হাট-বাজারে আলু ছাড়া সকল সবজির দাম চড়া। সে কারণে বেশ কিছুদিন হলো নিরুপায় হয়ে অন্য সবজি না কিনে কেবল আলু কিনছি। আর মরিচতো কিনতেই পারছিনা। ভুক্তভোগী ক্রেতারা অভিযোগ করে বলেন বাজারে ওই সকল সবজির আমদানি যথেষ্ট থাকলেও ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় দাম বাড়িয়ে বিক্রি করছেন। তবে সবজি ব্যবসায়ীরা বলছেন, অতি বৃষ্টি ও বর্ষার কারণে সবজির ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় হাট-বাজারে আমদানি কম। সেকারণে দাম বৃদ্ধি পেয়েছে। আমদানি বাড়লে দাম কমে যাবে।