বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে পাবনার সুজানগরের গাজনার বিল সংলগ্ন মতিয়ার বিলে গ্রাম-বাঙলার ঐতিহ্যবাহী এবং চিরচেনা ডিঙি নৌকার চূড়ান্ত প্রতিযোগিতা গত বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। মথুরাপুর যুবসমাজের উদ্যোগে অত্যন্ত মনোরম পরিবেশে হাজার হাজার উৎসুক নারী-পুরুষের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় এলাকার চারটি নৌকা অংশ নেয়। চরম প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ওই প্রতিযোগিতায় মথুরাপুর গ্রামের জামাল কাজীর স্বাধীন বাংলা প্রথম, মধুপুর গ্রামের খান এক্সপ্রেস দ্বিতীয় এবং মথুরাপুর গ্রামের কাশেম ডেকোরেশনের বাংলার টাইগার তৃতীয় স্থান অর্জন করে। পরে এ উপলক্ষে আয়োজিত এক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ আবদুল ওহাব। ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও আ.লীগ নেতা সিদ্দিকুর রহমান, ইউনুছ আলী বাদশা ও হেলাল উদ্দিন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবসমাজের প্রতিনিধি শেখ টুটুল, শেখ মিন্টু, রফিকুল ইসলাম ও আলমগীর হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন জহিরুল ইসলাম লিটু মাস্টার। শেষে পুরস্কার বিতরণ করা হয়।