বন্যার কারণে পাবনার বেড়া উপজেলায় গো খাদ্যের সংকট দেখা দিয়েছে। চড়া দামে গোখাদ্য কিনতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন খামারি ও কৃষকেরা। এ পরিস্থিতিতে কচুরিপানাসহ স্বল্পমূল্যের বা বিনামূল্যের গোখাদ্যের দিকে ঝুঁকছেন গরু পালনকারীরা। কিন্তু এতে গরুগুলোর স্বাস্থ্যহানি ঘটার পাশাপাশি দুধ উৎপাদন ব্যপক কমে গেছে।
গরু পালনকারীরা জানান, পান কমলেও সব ধরনের গো খাদ্যের দাম এখনো ধরা-ছোঁয়ার বাইরেই রয়ে গেছে। ৩০০ টাকা মণের খড় এখন বেড়ে ৪৫০ থেকে ৫০০ টাকা হয়েছে। বেড়েছে খেসারির ভূষি,গমের ভূষির দাম। এ ছাড়া বন্যার কারণে কাঁচা ঘাস একেবারেই মিলছে না। গরু পালনকারীরা জানান, কচুরিপানাসহ অন্যান্য বিকল্প খাদ্য গরুকে খাওয়ানো হলে তাতে গরুর দুধ দেওয়ার ক্ষমতা যেমন কমে যাবে তেমনি গরুর স্বাস্থ্যহানিও ঘটবে।
বেড়া পৌরসভার আমাইকোলা গ্রামে অবস্থিত দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠান সেফ মিল্কের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ শেখ ও ইছামতী ফুড অ্যান্ড ডেইরি প্রোডাক্টের (পিওর মিল্ক) ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ জানান, বন্যার প্রভাবে গো খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। এতে অনেক খামারিই তাদের গরুগুলোকে ঠিকমতো গোখাদ্য খাওয়াতে না পারায় দুধের উৎপাদন অনেক কমে গেছে। তারা জানান, খামারিদের কাছ থেকে আগের তুলনায় অর্ধেক দুধ পাওয়া যাচ্ছে।