দেশে করোনাভাইরাস প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ৩০ মে পর্যন্ত একটানা ৬৬ দিনের ছুটি শেষে মাস দুয়েক সীমিত পরিসরে কার্যক্রম চালুর সুযোগ দেয় সরকার। পরের ধাপে আরেকটু বেশি কাজের সুযোগ দিয়ে নিয়ন্ত্রিত চলাচলের সুযোগ দেওয়া হয় ৩১ আগস্ট পর্যন্ত। গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগকে দেওয়া এক চিঠিতে স্বাস্থ্যবিধি মেনে সব বিষয়ে মোটামুটি স্বাভাবিক চলাচলের ইঙ্গিত দেওয়া হয়েছে। অর্থাৎ করোনা পরিস্থিতির ছয় মাসের মাথায় সব কিছু স্বাভাবিক হওয়ার আনুষ্ঠানিক নির্দেশনা হিসেবে এটাকে ধরে নেওয়া যেতে পারে। সার্বিকভাবে নিয়ন্ত্রিত চলাচলের নিষেধাজ্ঞা তুলে দিয়েছে সরকার। গণপরিবহনে স্বাভাবিক যাত্রী পরিবহনও শুরু হয়েছে ১ সেপ্টেম্বর থেকে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছে সরকার। স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নির্দেশনায় চারটি বিষয় উল্লেখ করা হয়েছে। এর প্রথমটিতে বলা হয়েছে, জনসাধারণের সার্বিক চলাচলের ক্ষেত্রে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগ তাদের আওতাধীন বিষয়ে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। দ্বিতীয় নির্দেশনা হচ্ছে, বাসস্থানের বাইরে সর্বাবস্থায় মাস্ক ব্যবহার, পারস্পরিক দূরত্ব বজায় রাখা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, করোনা প্রতিরোধে স্থানীয় সরকার বিভাগ, তথ্য মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগসহ জেলা ও উপজেলা প্রশাসন ব্যাপক প্রচার-প্রচারণা এবং জনসচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করবে। শেষ নির্দেশনায় স্বাস্থ্যবিধিসংক্রান্ত বিধান অমান্যকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ অন্যান্য যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করার কথা বলা হয়েছে। অন্যদিকে সরকারের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গত আগস্ট মাসে দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যু দুই সূচকই গত মাসের চেয়ে কিছুটা কমেছে।
এ কথা ঠিক যে শুরুর দিকে করোনাভাইরাস নিয়ে মানুষের মধ্যে যে ভয়ভীতি ছিল, এখন তা আর নেই। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মাস্ক না পরেই বহু মানুষ ঘরের বাইরে বের হচ্ছে। রাস্তাঘাটে, হাট-বাজারে, অফিস-আদালতে সামাজিক দূরত্ব বজায় থাকছে না। মানুষের এই ঝুঁকিপূর্ণ আচরণ সংক্রমণ বাড়িয়ে দেওয়ার আশঙ্কা তৈরি করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, দেশে করোনা সংক্রমণ ঝুঁকিপূর্ণ অবস্থায় স্থিতিশীল রয়েছে। যেকোনো সময় সংক্রমণ বেড়ে যেতে পারে। কাজেই সর্বোচ্চ সতর্কতার কোনো বিকল্প নেই। কাজেই আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। কঠোরভাবে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব মেনে চলা হয়তো আর সম্ভব হবে না কিন্তু বাইরে গেলে মাস্ক পরা বা সাবান-স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করার মতো বিষয়গুলো যার যার নিজেকেই দেখতে হবে। আত্মরক্ষার জন্য এ বিষয়গুলো সবাইকে খুব সচেতনভাবে মানতে হবে।