বাগেরহাটের কচুয়ায় নবাগত ওসি যোগদানের ১সপ্তাহের মাথায় গ্রেপ্তার হলো মোঃ রুবেল মল্লিক (২০) নামে ১ মাদক ব্যবসায়ী ও মিরাজ মল্লিক (৩০) এবং জাহিদুল ইসলাম মোল্লা(২৫) নামে ২ মাদক সেবী। মোবাইল কোট পরিচালনা করে ৬ মাসের কারাদ- দিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেড ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ।
২ মাদক সেবী মিরাজ মল্লিক (৩০) এবং জাহিদুল ইসলাম মোল্লা(২৫)কে কচুয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেড ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ ভ্রাম্যমান আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদ- ও ১শত টাকা জরিমানা করেন অনাদায়ে আরো ১০ দিন বিনাশ্রম কারাদ- দেন।
পুলিশ জানায়, গতকাল গভীর রাত ১১ টায় কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের বিলকুল গ্রামের বিলকুল সরকারি প্রাঃ বিদ্যালয়ের পার্শ থেকে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার নবাগত কর্মকর্তা ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে এস আই মুজিবুর রহমান মোল্লা ও এ এস আই ইকবাল হোসেন অভিযান চালিয়ে তাদের আটক করেন। মাদক ব্যবসায়ী মোঃ রুবেল মল্লিককের বিরুদ্ধে এস আই মুজিবুর রহমান মোল্লা মাদক দ্রব্য আইনে মামলা করে বাগেরহাট কোর্ট হাজতে পাঠান।
এছাড়া মিরাজ মল্লিক (৩০) ও জাহিদুল ইসলাম মোল্লা(২৫) ২ মাদক সেবীকে গতকাল সকাল ১০ টায় কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের বিলকুল গ্রামের বিলকুল সরকারি প্রাঃ বিদ্যালয়ের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার নবাগত কর্মকর্তা ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের নেতৃতে এ এস আই ইকবাল হোসেন অভিযান চালিয়ে তাদের আটক করেন। এরা সবাই বাধাল ইউনিয়নের বিলকুল গ্রামের বেলায়েত মল্লিক ও আশ^াব মোল্লার পুত্র।
নবাগত কর্মকর্তা ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম আমাদের প্রতিনিধিকে জানান যে, এলাকার সকল জুয়ারী ও মাদক কারবারিদের গ্রেপ্তার করতে অভিযান অব্য্হাত থাকবে। মামলা নং -০৯।