রংপুর মেট্রোপলিটন পুলিশের একযোগে ৫৫ টি বিট পুলিশিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম। কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার মাহিগঞ্জ থানার অঞ্চল ভিত্তিক ০৮ টি বিটের মধ্যে ২ নং বিট (আমতলা) কার্যালয় উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকী ইবনু মিনান। তিনি বলেন পুলিশের সেবা জনগনের দোড় গোড়ায় পৌঁছানোর লক্ষ্যে আজকের এই বিট পুলিশিং এর আয়োজন। আপনারা আসুন এবং আমাদের সেবা গ্রহণ করুন। তবেই আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে বলে আমি বিশ্বাস করি। আয়োজিত অনুষ্ঠানে মাহিগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আখতারুজ্জামান প্রধানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং মাহিগঞ্জ থানা কমিটির সভাপতি এস এম রেজাউল করিম,সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মাহিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাবলু নাগ,সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন দুলাল, ২৯ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ আবদুর রব পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিম পাঠান। আরও বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং থানা কমিটির সদস্য মোঃ সামসুল আলম, মাওলানা মাসুদুর রহমান,মাহিগঞ্জ আইসিটি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন লিখন, সংশ্লিষ্ট বিট পুলিশিং কর্মকর্তা এসআই মোঃ মাজহারুল ইসলাম প্রমুখ।