বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও রংপুর মহানগর বিএনপি’র প্রয়াত সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে রংপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রংপুর মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন কমিটির সাধারণ সম্পাদক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন কমিটির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান লাকু, যুবদল কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টু, মহানগর যুবদল সাধারণ সম্পাদক লিটন পারভেজ, সহ-সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, এনায়েত হক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফ নেওয়াজ জোহা, জেলা কৃষক দলের আহ্বায়ক আনোয়ার শাহাদৎ, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী, মাহিগঞ্জ থানা ছাত্রদলের সদস্য সচিব জুনায়েদ চৌধুরী প্রমুখ। পুরো স্বরণ সভা পরিচালনা করেন জেলা যুবদলের সহ-সভাপতি রাকিব হোসেন। এ সময় রংপুর মহানগর ও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশে আজ গণতন্ত্র, নেই বাক স্বাধীনতা নেই। গুম খুনের রাজত্ব কায়েম করা হয়েছে। মামলা হামলা করে বিরোধী মতের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে।
সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, রংপুর মহানগর বিএনপির প্রয়াত সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনসহ দলের প্রয়াত সকল নেতাকর্মীর রুহের মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যতা কামনায় করেন দোয়া করা হয়।