রংপুর বিভাগের ৮ জেলায় মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত বিভিন্ন বয়সের নারী-পুরুষ নিয়ে এই বিভাগে একদিনে করোনা ভাইরাসে নতুন করে বেড়ে ১৯১ জন আক্রান্ত সনাক্ত হয়েছে। একই সময়ে দিনাজপুুর, ঠাকুরগাঁও, নীলফামারী এবং লালমনিরহাট জেলায় ১ জন কোরে মৃত্যু হয়েছে।
এ নিয়ে রংপুর বিভাগের ৮ জেলায় মোট করোনায় আক্রান্ত সনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ৪শ’ ৩০ জন এবং মৃত্যু ৪ জন সহ বেড়ে দাঁড়ালো ১৮১ জনে। এসব জেলা থেকে এ পর্যন্ত ৮ হাজার ২’শ ৪০ জন রোগী সুস্থ্য হয়েছেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে মঙ্গলবার পর্যন্ত রংপুর বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন কোরে গাইবান্ধায় ৫৮, রংপুরে ৫৪, দিনাজপুুরে ২০, কুড়িগ্রামে ১৮, ঠাকুরগাঁও জেলায় ১৩, নীলফামারী জেলায় ১২, লালমনিরহাটে ১০ এবং পঞ্চগড়ে ৬ জন করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগের ৮ জেলায় করোনায় মোট আক্রান্ত সনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ৪’শ ৩৯ জনে এবং এই বিভাগের ৮ জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮১ জনে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে মঙ্গলবার পর্যন্ত এই বিভাগের মধ্যে এ পর্যন্ত দিনাজপুুর জেলায় এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত সনাক্ত হয়েছে ৩ হাজার ৭৭ জনে এবং মৃত্যু বেড়ে হয়েছে ৬৩ জনের। এর পরই রংপুর জেলায় এ পর্যন্ত মোট ২ হাজার ৪’শ ৫৭ জন করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৩৯ জনের। গাইবান্ধা জেলায় আক্রান্ত সনাক্ত হয়েছে ১ হাজার ৫ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের, নীলফামারী জেলায় আক্রান্ত সনাক্ত হয়েছে ৯১৫ জন এবং মৃত্যু বেড়ে হয়েছে ১৭, ঠাকুরগাঁও জেলায় আক্রান্ত সনাক্ত হয়েছে ৯২৩ মৃত্যু বেড়ে হয়েছে ১৮ জনের, কুড়িগ্রাম জেলায় আক্রান্ত সনাক্ত হয়েছে ৮১০ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের। লালমনিরহাট জেলায় আক্রান্ত সনাক্ত হয়েছে ৭১৩ জন এবং মৃত্যু বেড়ে হয়েছে ৮ জনের, পঞ্চগড় জেলায় আক্রান্ত সনাক্ত হয়েছে ৫৩০ এবং মৃত্যু হয়েছে ১০ জনের।
এদিকে করোনা সন্দেহে এই বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৪৩৭ জন সহ হোম কোয়ারেন্টাইনে রাখা মোট সংখ্যা দাঁড়ালো ৭৪ হাজার ৬৬ জন। একই সময়ে রংপুর বিভাগে ৫২৫ জন সহ মোট ৬৮ হাজার ৪’শ ৩১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।