ঝিনাইদহের হরিণাকুন্ডু থানা পুলিশের ঐকান্তি প্রচেষ্টায় চার বছরের শিশুকন্যা মারিয়া খাতুন ফিরে পেলো ছয়মাস পূর্বে ঢাকা নারায়নগঞ্জে কাজ করতে আসা বুদ্ধি প্রতিবন্ধী পিতা মাসুদ রানাকে। হরিয়ে যাওয়া মাসুদ রানা(২৩) দিনাজপূর জেলাাধীন সদর উপজেলার দানিয়াহাট গ্রামের রশিদুল ইসলামের ছেলে ।
জানাযায় গত ছয়মাস পূর্বে দিনমজুর মাসুদ রানা রাজমিস্ত্রীর যুগলে ও কৃষিকাজ করতে নারায়নগঞ্জে আসে এবং তারপর থেকে তার বাড়ীর লোকজন তার খোজ পাইনি।
রবিবার উপজেলার পৌরসভাধীন চিথলীয়া পাড়ার মসজিদের সামনে তাকে সন্দেহজনক হাটাহাটি করতে দেখে পৌর কাউন্সিলর খায়রুল ইসলাম থানায় যোগাযোগ করলে এসআই বিশ্বজিৎ পাল তাকে থানায় আনে এবং থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লার নির্দেশে নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সহায়তা ডেক্সে দ্বায়ীত্বে থাকা এসআই হুমায়ুন কবির তাকে জিজ্ঞাসাবাদ সহ বিভিন্ন সুত্র ধরে তার বাড়ীতে যোগাযোগ করে এবং সোমবার সন্ধায় তাকে তার মাতা মিনারা খাতুনে কাছে হসতান্তর করে থানা পুলিশ।
পিতা রাশিদুল ইসলাম ও মাতা মিনারা খাতুনেরে তিন সন্তানের মধ্যে বড় সন্তান মাসুদ রানাকে ফিরেপেযে কান্নায় ভেঙ্গে পড়ে তার মা । মিনারা খাতুন তার ছেলেকে খুজে পেতে হরিণাকুন্ডু থানা পুলিশের ভুমীকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন ।