খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটিস্থ নিজস্ব জায়গায় ২৩ বছর পর পৌর ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে পাইকগাছা শহীদ মিনার চত্বরে মেয়র সেলিম জাহাঙ্গীরের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদ্বোধক স্থানীয় সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। কাউন্সিলর এসএম তৈয়বুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য, রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, ওসি মোঃ এজাজ শফী, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী, বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, জাতীয় পাটির কেন্দ্রীয় সদস্য ও উপজেলা সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সমীরণ সাধু, আনন্দ মোহন বিশ্বাস, প্রভাষক মঈনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ আনিছুর রহমান মুক্ত, প্যানেল মেয়র আসমা আহম্মেদ, এসএম ইমদাদুল হক, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, কাউন্সিলর স্বরবানু বেগম, কবিতা দাশ, আলাউদ্দীন গাজী, অহেদ আলী গাজী, গাজী আবদুস সালাম, রবিশংকর মন্ডল, শেখ মাহবুবুর রহমান রঞ্জু, কাজী নেয়ামুল হুদা কামাল, পৌর সচিব লিয়াকত হোসেন, বিভূতি ভূষণ সানা, নির্মল অধিকারী, শেখ বেনজির আহম্মেদ বাচ্চু, কাজল কান্তি বিশ্বাস ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।