খুলনার পাইকগাছায় সোলাদানা ইউপির বেতবুনিয়ায় ১০ কেজি গরুর মাংস দেয়ায় আঃ রাজ্জাক নামে এক কসাইকে হাতুড়ি পেটা করার অভিযোগ উঠেছে দু’বিএনপি নেতার বিরুদ্ধে। দু’নেতাই আবার আপন সহদর। আবদুল মজিদ গোলদার উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এবং জাহাঙ্গীর গোলদার জেলা বিএনপির সদস্য। অভিযোগে জানাযায়, কসাই রাজ্জাক মল্লিক বেতবুনিয়া ফেরিঘাট বাজরে সোমবার সকাল ১০ টায় গরু জবাই দিয়ে মাংস বিক্রি করার সময় বিএনপি নেতা আঃ মজিদ গোলদার এসে ১০ কেজি মাংস চায়। কসাই দিতে না চাইলে বিএনপি নেতা জাহাঙ্গীর গোলদার, লাভলু গোলদার, সুপিয়ান গোলদার, নয়ন গোলদার, জসিম গোলদার মাংস নিয়ে যেতে চাইলে কসাই বাঁধা দিলে তাকে বেধড়ক হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। এলাকাবাসী এসে কসাই রাজ্জাককে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধী আছে। হাতুড়ি পেটার ঘটনায় বিএনপি নেতা জাহাঙ্গীর গোলদার বলেন, মাংস চাঁদা বিষয়টি সম্পূন্ন মিথ্যা। পূর্ব শত্রুতার জের ধরে আমাদের হেয় করতে তারা আমাদের উপর হামলা করেছে। কসাই রাজ্জাকের স্বজনরা জানান, দু’বিএনপি নেতা এলাকায় দীর্ঘদীন ধরে ত্রাসের রাজত্ব করছে। তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায়না। তাদের দু’ভাইয়ে নামে থানায় বিভিন্ন মামলা রয়েছে। মারপিটের ঘটনায় থানায় মামলায় মামলা হয়েছে বলে জানাযায়।