পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অপ্রধান শস্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক চার দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী দিনে প্রশিক্ষনার্থীরে মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে দারিদ্র বিমোচনের লক্ষ্যে উপজেলা পল্লী উন্নয়ন দপ্তর কতৃক আয়োজিত পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যে অপ্রধান শস্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করণ কর্মসূচির চার দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে সমাপনী দিনে ৪০জন প্রশিক্ষনার্থীর মাঝে সনদ বিতরণ ও আলোচনা সভা অনুিষ্ঠত হয়।
সভায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, প্রধান প্রশিক্ষন উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লা আল্ মামুন, উক্ত প্রকল্পের কৃষিবিদ মো.মোজাম্মেল শেখ, বাংলাদেশ মানবাধিকার কমিশন ভাণ্ডারিয়া আঞ্চলিক সভাপতি ও সাংবাদিক মো. ছগির হোসেন।