সোমবার সকাল সাড়ে ১১ টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ইসলামি ব্যাংক এর ১০১ তম উপ-শাখার উদ্বোধন হলো।
ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও জনাব মো. মাহাবুব আল আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি ইসলামি ব্যাংকের উন্নয়ন তথা মানুষের দোড় গড়ায় সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে নতুন করে আজ ইসলামি ব্যাংক লিঃ বালিয়াডাঙ্গী উপ-শাখা সহ সারাদেশে ৩ টি উপ-শাখা ও ৪১ টি এজেন্ট ব্যাংকের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
বালিয়াডাঙ্গী উপ-শাখার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা’র সঞ্চালনায় ইসলামি ব্যাংক বালিয়াডাঙ্গী উপ-শাখার শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা শাখা ইসলামি ব্যাংকের সিনিয়র এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট উদ্বোধক মোহাম্মদ আলী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার প্রাক্তন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. সফিকুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. মাজহারুল ইসলাম সুজন, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মো.আব্দুস সোবহান, বালিয়াডাঙ্গী বণিক সমিতির সভাপতি ও বড়বাড়ী ইউ’পি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আকরাম আলী, বালিয়াডাঙ্গী বণিক সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোজাম্মেল হক, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এন.এম নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী শাহ্ প্রমুখ।