ডুমুরিয়ার পল্লীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে মারাত্মক আহত হয়েছেন শাহিন সুমন ও মনিরুল শেখ নামে দুই সহোদর। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাত সাড়ে ১২ টায় উপজেলার রুদাঘরা ইউনিয়নের শোলগাতিয়া গ্রামে। আহত দুই জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার শোলগাতিয়া গ্রামের সফিয়ার রহমান শেখের ছেলে হাসান শেখ(৩৪) এর সাথে পাশ্ববর্তি খরসঙ্গ গ্রামের বারিক সরদারের ছেলে সিরাজুল ইসলাম সরদারের একটি জায়গা জমি ক্রয়-বিক্রয় নিয়ে এক বছর যাবৎ বিরোধ চলে আসছিল। সিরাজুল ইসলাম বিভিন্ন সময়ে হাসান ও তার পরিবারের সদস্য সদস্যদের নানা ভাবে ক্ষয়-ক্ষতি এমনকি জীবন নাশেরও হুমকি দিয়ে আসছিলো। ঘটনার রাতে প্রতিপক্ষ সিরাজুল ইসলাম তার সহযোগীদের সাথে নিয়ে লোহার রড,লাঠি-সোটা,ও দা- কুড়াল নিয়ে হাসান শেখের বাড়ির পিছনে ওঁৎ পেতে থাকে। রাত সাড়ে ১২ টার দিকে হাসানের ভাই শেখ শাহিন সুমন (২৮) শোলগাতিয়া বাজারের তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীক কাজ সেরে বাড়িতে প্রবেশ করে। এ সময় শাহিন নিজ ঘরের পিছনে টর্চ লাইট মেরে দেখে মুখ ঢাকা একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তাকে প্রশ্ন করতেই সে কোন জবাব না দেয়ায় শাহিন তাকে ঝাপটে ধরে বাড়ির ভিতরে নিয়ে এসে দেখতে পায় সিরাজুল কে। এ সময়ে সিরাজুলের চিৎকারে তার আরো ৭/৮ জন সহযোগী ছুটে এসে শাহিনকে হত্যার উদ্দেশ্যে মাথাসহ শরীরের বিভিন্ন স্হানে কুপিয়ে ও বেদম মারপিট করে আহত করে। এ সময় শাহিনের বড় ভাই মনিরুল ইসলাম (৩৬) ঠেকাতে গেলে তাকেও বেদম মারপিট করে আহত করে।পরে তারা শাহিনের বসত ঘরে ঢুকে নগত টাকা ও স্বর্ণালংকরসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার বিষয়ে শাহিনের ভাই হাসান শেখ জানান, একটি জায়গা জমি ক্রয় করা নিয়ে সিরাজুলের সাথে আমাদের বিরোধের সুত্রপাত। সিরাজুল বিভিন্ন সময়ে আমাকে এবং আমাদের পরিবারের অন্যান সদস্যদের নানান ভাবে হুমকি-ধামকি ও হয়রাণী করে আসছে।তারই ধারা বাহিকতায় তারা(সিরাজুল) সন্ত্রাসী বাহিনী নিয়ে গভীর রাতে আমাদের বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে। অভিযোগের বিষয়ে সিরাজুল ইসলাম বলেন, আমি রাস্তার উপর দাঁড়িয়ে ছিলাম।এ সময় শাহিন আমাকে একা পেয়ে বাড়ির ভিতর নিয়ে যেয়ে মারপিট করে। পরে আমার পরিবার পরিজন জানতে পেরে আমাকে উদ্ধার করে নিয়ে আসে। এ প্রসঙ্গে থানা কর্মকর্তা ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, রাতেই খবর পেয়ে আমি অফিসারসহ ফোর্স ঘটনাস্হলে পাঠিয়ে ছিলাম। তারা আহতদের চিকিৎসার জন্যে হাসপাতালে প্রেরণের ব্যবস্হা করে আমাকে অবহিত করে। এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্হা নেয়া হবে।