বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইন্সটিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার কৃষি খাতে আন্তরিকতার অভাব নেই। তিনি কৃষি খাতকে সব কিছুর উদ্ধে রেখেছেন। করোনা কালীন সময়ও কৃষি খাতের কোন কাজ বন্ধ রাখেন নি ,কেননা কৃষিই দেশের মেরুদন্ড। তাই সকলকে কৃষির উপরই বেশি তাগিদ দিতে হবে। রোববার দুপুরে রংপুর বিনা উপকেন্দ্রে মুজিব বর্ষ উপলক্ষে কৃষকদের মাঝে গাছের চারা, বিনামূল্যে সবজি বীজ বিতরণ,কৃষক প্রশিক্ষণ কালে এসব কথা বলেন।তিনি আরো বলেন বাংলাদেশ কৃষি নির্ভর দেশ এদেশের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল, তাই কৃষি খাতকে বর্তমান সময় উপযোগী করে গড়ে তুলতে হবে মনে রাখতে হবে কৃষি খাতকে এগিয়ে নিতে, স্বয়ং প্রধানমন্ত্রী খুবই আন্তরিক।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন রিজিয়নাল ডাইরেক্টর, এশিয়া রিজিয়ন, আইএফডিসি ড. ইশরাত জাহান, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর কৃষিবিদ মোহম্মদ আলী, অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট, তাজহাট, রংপুর কৃষিবিদ অধ্যক্ষ বিধু ভূষন রায়, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ময়মনসিংহ ড. মোঃ ইকরামুল হক, কর্মসূচি পরিচালক, বিনা, ময়মনসিংহ ড. শহীদুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা, ময়মনসিংহ ড. মোঃ কামরুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা, ময়মনসিংহ মোঃ সামিউল হক, এসএসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, রংপুর মোহম্মদ আলী প্রমূখ। বিকেলে রংপুর জেলার কাউনিয়া উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করেন।