কিশোর-কিশোরী, শিশু ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ও পুষ্টি নিরাপত্তার উপর গুরুত্বাপারে করে রংপুরে জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভায় বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।
রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়, স্থানীয় সরকার উপ-পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সরওয়ারুল হক, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ মহিউদ্দিন চৌধুরী, জেলা খাদ্য নিয়ন্ত্রণক আবদুল কাদের, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার উপ-পরিচালক আখতারুজ্জামান, কেয়ার বাংলাদেশ ও ইএসডিও’র কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন, খাদ্যে রংপুর জেলা সয়ংসম্পূর্ণ হলেও পুষ্টির সূচকে অনেক পিছিয়ে রয়েছে। মেধাবী জাঁতি গঠনে সকলের পুষ্টি নিশ্চিতের বিকল্প নেই। তাই ইউনিয়ন পর্যায় থেকে সরকারী-বেসরকারী যৌথ উদ্যোগে কাজ করলে দ্রুত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।
এ সময় পুষ্টি নিয়ে কাজ করা কেয়ার বাংলাদেশ ও ইএসডিও’র যৌথ উদ্যোগে গঠিত জানো প্রকল্পের কার্যক্রম তুলে ধরা হয়। এ প্রকল্পের আওতায় রংপুর জেলায় শিশু ও কিশোর-কিশোরীদের পুষ্টি নিরাপত্তায় ১৪টি প্রাথমিক বিদ্যালয়, ৭৯ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২১টি মাদ্রাসায় কিশোর-কিশোরী কর্ণার স্থাপন করা হয়েছে। যেখানে তারা ওজন-উচ্চতা পরিমাপসহ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় জানতে পারবে। সেই সাথে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে কৈশোর স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে জানো প্রকল্পটি। সভা শেষে কিশোর-কিশোরী কর্নারের জন্য এলইডি টিভি, ওজন-উচ্চতা পরিমাপক যন্ত্র ও কমিউনিটি ক্লিনিকের জন্য করোনা প্রতিরোধী সরঞ্জাম বিতরন করা হয়।