ফরিদপুরে দু’দফার বন্যায় রোপা আমন ধানের ও রোপা আমন বীজ তলার ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকদের বন্যার ক্ষতি পুশিয়ে নিতে ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় ২ একর জমিতে নাবীজাতের বি আর ২২ ও বি আর ২৩ জাতের আমন ধানের বীজতলা করে। বন্যার পানি নেমে যাওয়ায় সেইসব বীজ তলা থেকে চারা তুলে ক্ষতিগ্রস্থ চাষিদের মাঝে বিনামূল্যে বিতরণ করছে। ধানের চারা বিতরণের অংশ হিসাবে সোমবার দুপুরে সদর উপজেলার গধাধরডাঙ্গী গ্রামের এস এম ই কৃষক শাজাহার মিয়ার বাড়ির আঙ্গিনায় বন্যায় ক্ষতিগ্রস্থ চাষিদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৫শতাধিক চাষির মাঝে ধানের চারা বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ রিফাতুল হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবুল বাসার মিয়া, কৃষি সম্প্রসারণ আফিসার মো. আনোয়ার হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা শিলা রানী, এস এম ই কৃষক মো. শাজাহান।