খুলনার ডুমুরিয়া উপজেলায় প্রথম নিষিকান্ত সরকার (৬০) নামে করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ডুমুরিয়া সদর ইউনিয়নের হাজীডাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন। মৃতের ছেলে বিদ্যুৎ সরকার জানান, তার বাবা (নিশিকান্ত) খুলনার একটি ক্লিনিকে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। প্রথম দিকে তার শরীরে জ্বর উঠেছিলো, তার উচ্চ মাত্রায় ডায়বেটিন্স এবং কিডনিরও সমস্যা ছিলো।
এমন অবস্থায় গত ২৮ অক্টোবর রাতে তাকে ‘ঢাকা কুয়েত মৌত্রী হাসপাতালে’ চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয় এবং রোবরার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই দিন রাতে তার মরদেহ ডুমুরিয়া সদরের স্থানীয় কালীবাড়ি ও মঠ মহাশ্বশ্নানে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।