ডুমুরিয়ার পল্লীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে সিরাজুল ইসলাম গাজী (৪২) নামে এক কৃষক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের উত্তর বেতাগ্রামে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
থানা পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানাগেছে, উপজেলার বেতাগ্রাম এলাকার সিরাজুল ইসলাম গাজীর সাথে প্রতিবেশি নজরুল ইসলাম গাজীর জমি-জমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। সোমবার সকাল সাড়ে ৮ দিকে জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে উভয়ের মধ্যে মারামারি শুরু হয়।
এক পর্যায়ে প্রতিপক্ষ নজরুলের ছুঁড়া ইটের আঘাতে ঘটনা স্থলে মৃত্যু হয় কৃষক সিরাজুল ইসলামের এবং আহত হন তার সহোদর সাহাজুল ইসলাম(২৭)। আহত সাহাজুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সোমবার সকালে মারামারির ঘটনায়, প্রতিপক্ষের হাতে সিরাজুল গাজী নামে একজন মারা গেছে। এ ঘটনায় হাসান গাজী ও তার মা ফুলমতি বেগমকে আটক করা হয়েছে। অন্যানদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। লাশ ময়না তদন্তের জন্যে খুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।