পাবনার চাটমোহরে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সদস্য কর্তৃক প্রতিবেশী এক ঘরবধূর সাথে পরকীয়া এবং অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর লাখ টাকার বিনিময়ে রফাদফা করায় লজ্জায়,ক্ষোভে ওই ঘরবধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে ওই ঘরবধূ পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর পলাতক রয়েছে ওই লম্পট ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামে গত ২৯ আগস্ট শনিবার।
এলাকাবাসী জানায়,বোঁথর গ্রামের বাসিন্দা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ২ সন্তানের জনক গোলাম মোস্তফা নানা কৌশলে প্রেমের ফাঁদে ফেলেন ২ সন্তানের জননী প্রতিবেশী এক ঘরবধূকে। দু’জনের পরকীয়া চরম পর্যায়ে গেলে দু’জন নিরুদ্দেশ হয়। খোঁজখবর নিয়ে দু’জনের আত্মীয়স্বজন তাদেরকে ফিরিয়ে আনেন। ২৭ আগস্ট পৌর শহরের পাঠানপাড়ায় পারিবারিকভাবে এক বৈঠকে গোলাম মোস্তফাকে এক লাখ টাকা জরিমানা করে ঘরবধূকে তার স্বামী হজরত আলীর কাছে ফিরিয়ে দেয়। কিন্তু হজরত আলী চলে যাওয়া বউকে মেনে নিতে পারেনি। অবশেষে ক্ষোভে আর লজ্জায় ২৯ আগস্ট ওই ঘরবধূ নিজ ঘরের ডাবের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই ঘরবধূ। পলাতক রয়েছে লম্পট গোলাম মোস্তফা। বন্ধ রয়েছে তার দুটি মোবাইল নম্বর। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম জানান,এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।