কৃষি জমির ব্যবহার নিশ্চিত করণ ও মাসকালাই ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে চাটমোহরে ৩শ’ জন কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার সকালে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন করেন,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হামিদ মাস্টার। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ. এ. মাসুম বিল্লাহ। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আল ইমরানের সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক,পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম এহসান প্রমুখ।