পাবনার চাটমোহরে আবারো অবৈধ সোঁতিবাঁধের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। সোমবার সকালে উপজেলার চিনাভাতকুর এলাকায় গুমানী নদীতে স্থাপিত অবৈধ সোঁতিবাঁধটি ফের অপসারণ করা হয়। এরআগে গত ২৫ আগস্ট বিকেলে এই সোঁতিবাঁধ অপসারণ করা হয়েছিল। কিন্তু পুনরায় তা স্থাপন করা হয়। খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকতেখারুল ইসলাম। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে নদীর মধ্যে পুঁতে রাখা সমস্ত বাঁশ তুলে ফেলা হয়। কেটে দেওয়া হয় দড়ি ও তার। তবে এ সময় কোন জাল পাওয়া যায়নি। এলাকাবাসী জানান,সোঁতিভাঁধ স্থাপনের সাথে জড়িতরা খবর পেয়ে ভোরেই জাল সরিয়ে ফেলে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান জানান,উপজেলার নদী ও বিলে যেখানেই সোঁতিবাঁধ থাকবে,সেটাই অপসারণ করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।
চাটমোহরসহ চলনবিলের বিভিন্ন নদী ও বিলে অবাধে নিষিদ্ধ কারেন্ট,বাদাই,বেড় ও খড়া জাল দিয়ে পোনা ও মা মাছ নিধন করা হচ্ছে। এসব মাছ প্রকাশ্যে হাট-বাজারে বিক্রি করা হলেও দেখার কেউ নেই। নদী ও বিলে নিষিদ্ধ বাদাই জালের ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। ফলে ধ্বংস হচ্ছে দেশী প্রজাতির মাছ। নিষিদ্ধ বাদাইজালে দিন-রাত মাছ নিধন করা হচ্ছে চাটমোহর উপজেলার সর্বত্র। উপজেলার নিমাইচড়া,হান্ডিয়াল,ছাইকোলা ও বিলচলন ইউনিয়নের বিভিন্ন বিল ও নদী থেকে বাদাইজাল দিয়ে ছোট ছোট বোয়াল মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ নিধন করা হচ্ছে। এসকল বোয়াল মাছ প্রকাশ্যে বাজারে বিক্রি করা হচ্ছে। এলাকাবাসী জানান,সন্ধ্যার পর থেকেই মূলতঃ বাদাই জালে বিল ছেয়ে যায়। রাতভর চলে বাদাইজাল দিয়ে মাছ নিধন। রাতে প্রশাসনের কোন অভিযান না থাকায় মৎস্য শিকারীরা নির্বিঘ্নে বাদাইজাল ব্যবহার করছে।
এদিকে প্রতিবছরই বন্যার পানি নামার সময় চাটমোহর উপজেলার গুমানী নদী,চিকনাই নদী,কাটাজোলা ও বিভিন্ন বিলে অবৈধ সোাঁতিজাল বা সোঁতিবাঁধ স্থাপন করে এলাকার প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠি। এবারও হান্ডিয়াল,নিমাইচড়া ও ছাইকোলা ইউনিয়নের বিভিন্ন বিল,গুমানী নদী ও মূলগ্রাম ইউনিয়নের চিকনাই নদীতে সোঁতিজাল বা সোঁতিবাঁধ স্থাপনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে একাধিক সোঁতিবাঁধ স্থাপিত হয়েছে। বিশেষ করে হান্ডিয়াল ইউনিয়নের ডেফলচড়ায় ইউনিয়ন যুবলীগের সভাপতির নেতৃত্বে সোঁকিজাল স্থাপন করা হয়েছে।
সোঁতিবাঁধ স্থাপনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এলাকার কৃষক,জনপ্রতিনিধি ও সচেতন মহল। চাটমোহর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ হামিদ মাস্টার সোঁতিবাঁধ স্থাপনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার ঘোষনা দিয়েছেন।