নেত্রকোনার কলমাকান্দায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো. কামাল মিয়া (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত কামাল মিয়া বিবাহিত। তিনি উপজেলার বড়খাঁপন ইউনিয়নের রানাগাঁও (শেখ পাড়া) গ্রামের মো. রজব আলীর ছেলে। ওই ছাত্রী জানায়, গত ২৪ আগস্ট এনজিও ঋণের কিস্তি দিতে মা পাশের বাড়িতে যায়। এ সময় সে ঘরে একা অবস্থান করছিল। এই সুযোগে প্রতিবেশী কামাল মিয়া তাদের ঘরে ঢুকে হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে চিৎকার শুনে তার মা ও আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় শনিবার মধ্যেরাতে মো. কামাল মিয়ার বিরুদ্ধে কলমাকান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম জানান, অভিযুক্ত কামাল মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।