কচুয়ায় দক্ষ্ণিাঞ্চল মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের অন্যতম সদস্য মোঃ শহীদুল মৃধা (৪০) ইয়াবা সহ আটক। পুলিশ জানায় গতকাল বিকাল ৪ টায় কচুয়া --গজালিয়া সড়কের শিয়ালকাঠী নামক স্থানের বুলু খানের বাড়ির উত্তর পার্শে সড়কের উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -৬ খুলনা তাকে আটক করে। পুলিশ আরও জানায় যে, দক্ষ্ণিাঞ্চল মাদক ব্যবসায়ী এ সিন্ডিকেট দীর্ঘদিন যাবত এই রুট দিয়ে যশোর,খুলনা হয়ে বাগেরহাটের উপর দিয়ে পিরোজপুর জেলায় মাদক ব্যবসা করে আসছিল। মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের অন্যতম এ সদস্য মোঃ শহীদুল্লাহ পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মোঃ আবু বক্কারের ছেলে। এ ব্যপারে র্যাব -৬ খুলনার নায়েব সুবেদার মোঃ ফুয়াদুল ইসলাম বাদী হয়ে কচুয়া থানায় ১টি মাদক মামলা দায়ের করে আটক মোঃ শহীদুল মৃধাকে কচুয়া থানায় রেখে যান।