ঝালকাঠির কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমাদুল হক মনিরের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগে মামলা দায়েরের ঘটনায় ঝালকাঠি জেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। জেলা ও উপজেলা তথা দক্ষিনাঞ্চলের আ.লীগের নেতা-কর্মীরা একটি অস্বস্থিকর পরিস্থিতিতে পরেছেন বলে জানিয়েছেন নেতা-কর্মীরা। তার কথিত প্রেমিক বিয়ে দাবিতে প্রত্যাখাত হয়ে বরিশালে মামলা জুড়ে দেওয়ায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা বিভ্রতকর পরিস্তিতিতে পরেছে। ওই তরুনীকে বিয়ে ও চাকরীর আশ্বাসে দীর্ঘ দিন যাবৎ স্বামী স্ত্রীর ন্যায় বরিশালে বন্ধুর বাসায় ও ঢাকায় অবস্থান করলেও বিয়ে করেছেন অন্য মেয়েকে। এমন খবর পেয়ে সেই তরুনী তাকে বিয়ে করার জন্য চাপ দিলে তাকে মামলা দিয়ে হয়রানী করার হুমকী পেয়েছেন বলে জানান সেই প্রতারিত তরুনী। মামলার দিন রাতেই মনির বরিশালে গোপন বৈঠকে বসেন মিডিয়া ম্যানেজের। ওই তরুনীর বিরুদ্ধে সংবাদক করানের জন্য তার এক অনুসারী বিভিন্ন গনমাধ্যমকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। এদিকে ঘটনা ধামাচাপা দিতে মামলার পর দিন থেকেই তার অনুসারী ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করছেন মনির। সাংবাদিকদের একটি গ্রুপ নিয়ে তিনি মিডিয়া ম্যানেজের চেষ্টাও করছেন তিনি। বৃহস্পতিবার কাঠালিয়া উপজেলা সেচ্ছসেবক লীগ কাঠালিয়া বাইপাস সড়কে মামলা প্রত্যাহারের দাবিতে একটি মানববন্ধন করে। শনিবার দুপুরে উপজেলার আমুয়া বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করেন হিন্দ বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষ ও পূজা উদযাপন পরিষদসহ স্থানীয় ৬টি সংগঠনের নেতৃবৃন্দরা। মানববন্ধনে বক্তব্য রাখেন আমুয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম ফোরকানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, পাটিখালঘাটা ইউনিয়ন আ.লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান শিশির দাস। পরে উপজেলা সভাকক্ষে উপজেলা চেয়ারম্যানের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান উপজেলা আ.লীগ সম্পাদক এমাদুল হক মনির দাবি করেন, উপজেলা নির্বাচনের রাজনৈতিক প্রতিপক্ষরা তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এক ডাকাতের মেয়েকে দিয়ে হয়রানি ও হেয় করার জন্য মিথ্যা মামলা করেছে। এইচএসসি পাশ না করেও পাস ও চাকরি নেয়ার যে নাটক সাজিয়েছে এবং সামজিক যোগাযোগ মাধ্যমে যে একটি ছবি প্রকাশ করা হয়েছে তা উদ্দেশ্যে প্রনোদিত। ছবিটি একটি শালিশ বৈঠকের সময় তোলা। তিনি এ ঘটনার নিন্দা ও বিচার দাবি করেন। জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার বিষয়টি ম্যানেজ করতে কাঠালিয়ায় অবস্থান করছেন। অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীও সর্তক অবস্থায় রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কাঠলিয়ায় চেয়ারম্যান এমাদুল হক মনিরের রাজনৈতিক প্রতিপক্ষ গ্রুপ ও তার বিপক্ষ গ্রুপ সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া গ্রুপের সাথে যে কোন সময় সংঘাতেরও আশঙ্কা করছেন কাঠালিয়াবাসী।
জেলা আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক তরুন কর্মকার এ প্রতিনিধিকে বলেন ‘উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান মনিরের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে সেটি সঠিক তদন্ত করা হোক। সে দোষী সাব্যস্থ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার একটি রাজনৈকি প্রতিপক্ষ এ ঘটনা সাজিয়েছেন। তদন্ত করে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’।
এ ব্যপারে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ¦ বজলুল হক হারুন বলেন, ‘ঘটনার প্রমান পেলে দেখা যাবে। আর এমন সম্মানী লোকের বিরুদ্ধে মিথ্যে মামলা করলে তার বিচার হওয়া উচিত। করোনা পরিস্থিতির কারণে দলের পক্ষ থেকে কোন তদন্ত কমিটি গঠন করা হয়নি’।
উল্লেখ্য এমাদুল হক মনির ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অত্যন্ত স্বজ্জন ব্যক্তি মরহুম অ্যাডভোকেট ফজলুল হকের ছেলে এবং ঝালকাঠি জেলার সবচেয়ে কনিষ্ঠ উপজেলা চেয়ারম্যান। গত মঙ্গলবার কাঠালিয়ার আমুয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের এক নারী (২২) বাদী হয়ে চাকরি ও বিয়ের প্রলোভন দেখিয়ে ২০১৭ সালে তাকে ধর্ষণ করার অভিযোগে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মঙ্গলবার মামলা দায়ের করেন। ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ শুনানি শেষে আগামী ৪ অক্টোবর ধার্য তারিখের আগে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দেন।