বিভাগীয় কমিশনারের আগমন উপলক্ষে ঝিনাইদহের মহারাজপুর ইউনিয়ন পরিষদে চলছে সাজসজ্জার কাজ। সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম বলেন ৩১ আগস্ট সোমবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার ইউনিয়ন পরিষদ পরিদর্শন করবেন।
এসময় তিনি এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মত বিনিময় বাল্য বিবাহ, আত্মহত্যা প্রবনতা, কোভিড ১৯ সম্মর্কে সচেতনতা বৃদ্ধি মূলক আলোচনা সভা ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, সাদাছড়ি প্রদানসহ পরিষদ চত্তরে বৃক্ষ রোপন করবেন। এর আগে কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করবেন বলে জানা গেছে।
এ উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর নির্দেশনা মোতাবেক সদর উপজেলা সহকারি কমিশনার ভূ’মি খান মোহাম্মদ আব্দুল্লা আল মামুন সার্বক্ষণিক তদারকি করছেন। পাশাপাশি মহারাজপুর ইউনিয়ন ভূ’মি অফিসের নব নির্মিত বিল্ডিংয়ের নির্মাণ কাজ পরিদর্শন করেন।