বাসায় ঢুকে সন্ত্রাসী হামলা, শিশু নির্যাতন, শ্লীলতাহানি ও হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে রাঙ্গামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম।
শনিবার (২৯ আগষ্ট) সকালে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাঙ্গামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম বলেন, গত ১৯ আগস্ট রাতে আমার আলমডক ইয়ার্ড ৭নং ওয়ার্ড বাসায় স্থানীয় একদল সন্ত্রাসী ছাত্রলীগের নেতা মোঃ মেজবা উদ্দিনের নেতৃত্বে ৪-৫ জন বাসয় অতর্কিত ভাবে প্রবেশ করে আমার শ্লীলতাহানিসহ আমাকে মারধর করে। সন্ত্রাসীরা এক পর্যায়ে আমার নাবালিকা মেয়েকেও নির্যাতনের চেষ্টা করে।
এসময় মেজবা উদ্দিন, হাবিবুর রহমান বাপ্পি, কায়সার আহম্মেদ ও ইমরুল উদ্দিনসহ অজ্ঞাত ১০-১৫ জন মিলে আমাকে দরজার ভিতর থেকে ছিটকিনি দিয়ে ছুরি, রড দিয়ে আঘাত করে। এ সময় আমার নাবালিকা মেয়েকেও নির্যাতন করে কাপড় চোপড় ছিড়ে ফেলে এবং বাসার জানালার কাঁচ ভেঙ্গে আমার মেয়ের ছবি ধারণ করার চেষ্টা করে।
তিনি লিখিত বক্তব্যে আরো বলেন, তারা ছাত্রলীগ নাম ও ক্ষমতা অপব্যবহার করে সমগ্র আলমডক ইয়ার্ড এলাকায় আতঙ্ক করে ঘুরে বেড়ায় এইসব ছাত্রলীগ পদধারী সন্ত্রাসীরা। আমি একজন প্রতিনিধি হওয়ায় আমার বাসায় রাঙ্গামাটি শহরে ও বিভিন্ন উপজেলা, ইউনিয়নের লোকজন প্রয়োজনীয় কাজে আশা যাওয়া করলে তাদেরকে পিছন থেকে পাথর ছুঁড়ে মারে এবং আমার সাথে কোনভাবে যোগাযোগ না করার জন্য হুমকি দেয়। আর এইসব বখাটে সন্ত্রাসীদের একমাত্র সেলটারদাতা জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল জব্বার সুজন আর তার ছত্র-ছায়ায় এরা লালিত-পালিত। তারা প্রতিদিনই আমাকে হুমকি দিচ্ছে চুপ হয়ে যেতে। না হলে আরো নির্যাতন ও সম্মান হানি হওয়ার মত পরিস্থিতি সৃষ্টি করবে বলে জানায়। এই ব্যাপারে ন্যায় বিচারের জন্য কোতায়ালী থানায় ওই চার জনকে আসামি করে অভিযোগ দায়ের করতে গেলে মামলা নেয়া হচ্ছে না।
তাই রাঙ্গামাটি সদর উপজেলা মহিল ভাইস চেয়ারম্যান হয়ে আমার উপর এই বর্বরচিত হামলার ব্যাপারে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনসহ আমার ও আমার মেয়ে জীবনের নিরাপত্তা ও গ্যারান্টির দাবী জানাচ্ছি।