২৮আগষ্ট এসপিজিআরসি’র প্রধান পৃষ্টপোষক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেতা মরহুম আলহাজ্ব এম. নাসিম খাঁনের ১৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরের বিস্তারিত কর্মসূচী পালন করা হয়।
কর্মসূচীর মধ্যে ছিল সংগঠনের কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, কোরান খানি, শোক সভা ও দোয়া মাহফিল।
এসপিজিআরসি রংপুর জেলা শাখার আয়োজনে শুক্রবার নগরীর বাবুপাড়ায় ২নং ইস্পাগানী ক্যাম্পে সকাল ১০টায় এক শোক সভা অনুষ্ঠিত হয়। এসপিজিআরসি রংপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ মাহামুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান পৃষ্টপোষক মরহুম আলহাজ্ব এম. নাসিম খাঁনের জীবনী নিয়ে আলোচনা করেন এসপিজিআরসি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসপিজিআরসি রংপুর জেলা শাখার অর্থ সম্পাদক নাসিম শেখ, প্রচার সম্পাদক আলী আহমেদ, অফিস প্রধান মোঃ আবু তৈয়ব হোসেন, ৩নং ইস্পাহানী ক্যাম্প ইনচার্য খোরশেদ আলম, সাবেক ইনচার্য খোরশেদ আলম মুন্না ও সদস্য ইরফান মাষ্টার বিভিন্ন ক্যাম্পের ইনচার্য ও এসপিজিআরসি রংপুর জেলার অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় উক্ত ক্যাম্পে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস, ২১শে আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার মরহুম পরিবারবর্গ, ২১শে আগষ্ট নিহত আইভি রহমান এবং মহান নেতা মরহুম আলহাজ্ব এম. নাসিম খাঁনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুসলিমপাড়া জামে মসজিদের ইমাম মোঃ খোরশেদ।
পরে বাদ জুম্মা রংপুর রেল স্টেশন কবর স্থানে সামাজিক দুরত্ব বজায় রেখে মরহুম আলহাজ্ব এম. নাসিম খাঁনের কবর জিয়ারত করা হয়।