কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ওপারে ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার জলঙ্গী বি এস এফ এর টহল দলের গুলিতে ১৫ আগষ্ট রাতে নিহত বাংলাদেশী যুবক আবুল কাশেম (৩৫) এর লাশ দীর্ঘ ১৪ দিন পর শুক্রবার বিকেলে দৌলতপুর সীমান্তের চড়ই কুড়ি গ্রামে বিজিবি ও বি এস এফ পতাকা বৈঠকের মাধ্যেমে লাশ ফেরত দিয়েছে বি এস এফ এ দিকে নিহত বাংলাদেশী যুবক আবুল কাশেম দৌলতপুর সীমান্তবর্তী চল্লিশ পাড়া গ্রামের নিহত আব্দুর পুত্র। অবৈধ অনুপ্রবেশ কালে ভারতীয় বি এস এফের গুলিতে ১৫ আগষ্ট রাতে নিহত হয় বলে জানা গেছে। আবুল কাশেম এর লাশ তার পরিবারের কাছে শুক্রবার বিকালে ফেরত দেওয়া হয়।