ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে কর্মরত বাবলুর করিম করোনায় আক্রান্ত হয়েমৃত্যু মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঝিনাইদহ কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাবলুর করিম উপজেলার আলাইপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা নির্বাচন অফিসে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।
উপজেলার ১নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ইউলিয়াস রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করে জানান, বাবলুর করিম করোনা পজিটিভ হয়ে ঝিনাইদহ শিশু হাসপাতালে অবস্থিত করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ পার্থ বিশ্বাস করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।