নিজ থেকেই শুরু করেছিলেন মাছের ব্যবসা। মাছের ব্যবসায় সফলতার পুরষ্কারও পেয়েছেন তিনি। উপজেলার দুইবার শ্রেষ্ঠ মৎস্যজীবির পুরষ্কার পেয়েছেন। এবার ও পুরষ্কার পাবেন বলে আশা করেছিলেন। কিন্তু বিধিবাম। করোনা কালেও মাছের সঙ্গে শত্রুতা। আর সেই আশা পূরণ হতে দিলো না দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের দেওয়া বিষে মারা গেল প্রায় ১২ লক্ষ টাকার মাছ।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মৎস্য চাষী মমরেজ আলীর দিঘীতে পূর্ব শত্রুতার জের ধরে বিষ প্রয়োগ করেছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার খামারাইল গ্রামে।
মৎস্য চাষী মমরেজ আলী জানান, চলতি বছরের খামারাইল গ্রামের দিঘীটি লিজ নেওয়া হয়। এরপর সেখানে প্রায় বিভিন্ন প্রজাতির সাড়ে ৩’শ মণ মাছ দেওয়া হয়। বুধবার রাতে কে বা কারা দিঘীটিতে বিষাক্ত পদার্থ ফেলায়। এরপর বৃহস্পতিবার সকাল থেকে পানিতে গন্ধ ও মাছ মরতে শুরু করে।
তিনি আরো জানান, বৃহস্পতিবার সকালে দিঘীতে গিয়ে মাছ মরে ভেসে উঠতে দেখি। এরপর দিঘীতে থাকা প্রায় সাড়ে ৩’শ মণ মাছ মারা যায়। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে তিনি ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহন করা হবে।