ঝিনাইদহে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মহেশপুর উপজেলার নওদাগ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, যশোর চৌগাছা উপজেলার হিজলী গ্রামের রফি উদ্দিনের ছেলে রকি (২২) ও আলি হোসেনের ছেলে ইসমাইল (২০)।
স্থানীয় সুত্রে জানা গেছে, বিকেলে মোটর সাইকেল যোগে ইসমাইল হোসেন ও রকি নামের দুই যুবক মহেশপুর থেকে যশোরের চৌগাছা যাচ্ছিল। পথে মহেশপুর-চৌগাছা সড়কের নওদাগ্রামের মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ইসমাইল হোসেন মারা যায়। আহত রকিকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে রাতে তার মৃত্যু হয়। নিহতদের বাড়ি যশোরের চৌগাছা উপজেলার কাকুড়িয়া গ্রামে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব বলেন, দুই যুবকের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।