বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, জাতীয় পার্টিতে মহাসচিবের তেমন কোন দায়িত্ব নেই। মুলত দলের চেয়ারম্যান জিএম কাদের পালন করেন। তাকে দলের মহাসচিব পদ থেকে সরিয়ে দেবার বিষয়টি দলের গঠনতন্ত্র অনুযায়ী সঠিক সিদ্ধান্ত হয়েছে বলে আমি মনে করি। কারণ আমাদের দলের গঠনতন্ত্রে চেয়্রাম্যান একক ক্ষমতার মালিক। তাছাড়া আমি এতে আমি অসন্তুষ্ট নই। উনি বাবলু সাহেবকে নিয়ে দল পরিচালনা করবেন এতে সমস্যা নেই। আমি মহাসচিব না থাকলেও রংপুর জেলা জাপার সভাপতি ও বিরোধী দলীয় চীফ হুইফের দায়িত্ব আছি।
বৃহস্পতিবার দুপুরে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের সাথে দেখা গিয়ে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক খতিবর রহমান, গঙ্গাচড়া উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, মহানগর যুব সংহতির সাধারণ সম্পাদক শান্তি কাদেরী, প্রচার সম্পাদক, মুক্তি মাহমুদ জেলা ছাত্র সমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব সৈকত প্রমুখ।
বিরোধী দলীয় চীফ হুইপ রাঙ্গা বলেন, আমার স্থানে ্এরশাদের ছেলে রংপুর সদর ৩ আসনের এমপি সাদকে দেয়া হয়েছে এটাও ওনরা ঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি।
তিনি বলেন, ঢাকায় যদি দলের আর কোন দায়িত্ব না থাকে তবে আমি আবারো আমার নিজ এলাকা রংপুরে ফিরে এসে এখানেই রাজনীতি করবো। সেটা অবশ্যই এরশাদের জাতীয় পার্টি করবো। এখানে রংপুর রংপুর সিটি মেয়র মোস্তফা ও জাপা নেতা ইয়াসির সহ আর যারা দলে আছেন তাদের সাথে আমার কোন বিরোধ নেই তাদের সাথে মিলে মিলে কাজ করবো।
তিনি বলেন ,স্বাস্থ্য খাতে দুর্নীতি হয়েছে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তবে তাকে রংপুর মেডিকেল কলেজ হাপাতালের পরিচালনা পরিষদের পদ থেকে অব্যাহতির বিষয়টি বুধবার জেনেছেন বলে জানান।
এর আগে রাঙ্গা তার স্ত্রী মিসেস রাঙ্গাকে সঙ্গে নিয়ে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আসলে বিপুল সংখ্যক নেতা কর্মী তাকে স্বাগত জানান। এর আগে রংপুর মহানগরীর সিও বাজার এলাকায় রংপুর মহানগর যুব সংহতির নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।