দেশে তিন দশকের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্যা হয়েছে এবার। কয়েক দফায় পানি বেড়েছে। মানুষ বানভাসি হয়েছে। উঁচু জায়গায়, নৌকায় ও বাঁধে আশ্রয় নিতে হয়েছে তাদের। ত্রাণ মোটামুটি পেয়েছে মানুষ, তবে দীর্ঘ সময়ের ভোগান্তিতে পড়তে হয়েছে। বন্যার পানি এখন নামতে শুরু করেছে, যদিও সেপ্টেম্বরে আবার বন্যার পূর্বাভাস রয়েছে। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চল থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। কোথাও কোথাও এরইমধ্যে পানি নেমে যাওয়ায় বেরিয়ে আসছে বন্যার ক্ষত। বানের পানিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শাকসবজি, সদ্য রোপণ করা আমনের চারা। বীজতলা ও পানের বরজ নষ্ট হয়েছে। উত্তরের কয়েকটি জেলায় আমনের চারা ও বীজ সংকটের কারণে বিপাকে পড়েছে কৃষকরা।
বরিশালে আবাদ করা ৯০ হাজার ৯৯২ হেক্টর আউশ ক্ষেতের মধ্যে পানিতে ডুবেছে ২৭ হাজার ৪২৯ হেক্টর। দুই লাখ ৫৬ হাজার ৯৯৮ হেক্টর জমিতে আমন রোপণ ও বীজতলা তৈরি করা হয়েছিল। পানিতে ৭৯ হাজার ৬৭৯ হেক্টর জমির ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দুই হাজার ৯২৫ হেক্টর জমির পানের বরজের মধ্যে পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ২৯২ হেক্টর। গ্রীষ্মকালীন শাকসবজি করা হয়েছিল ৯ হাজার ৭২০ হেক্টর জমিতে। তিন হাজার ৪৭০ হেক্টর জমির ফসল পানিতে ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য দিয়েছে কৃষি অধিদপ্তর। প্রাথমিক হিসাবে বরিশাল বিভাগে ৩০ শতাংশ ফসলি জমি পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষক বলছে বেশি। ক্ষতি হয়েছে খুলনা বিভাগেও। বাগেরহাটের শরণখোলার কিছু উঁচু জমিতে ইরি চাষ হলেও কয়েক হাজার একর ধানের জমি এখনো পানিতে।
বন্যার পানি নেমে গেলেও ভোগান্তিতে পড়েছে উত্তরাঞ্চলের আমন চাষিরা। প্রান্তিক চাষিরা পড়েছে বিপাকে। চারা সংকটের কারণে অনেক জমি অনাবাদি থেকে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। কুড়িগ্রামে তিন দফা বন্যায় ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। এক হাজার ৪০০ হেক্টর আমনের বীজতলা নষ্ট হয়েছে। সরকারি হিসাবে রংপুর বিভাগে রোপা আমন, আউশ, পাট, শাকসবজিসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে প্রায় ১৭৩ কোটি টাকার। ১১১ হেক্টর আমনক্ষেত ও এক হাজার ২৬৬ হেক্টর জমির আমনের চারা সম্পূর্ণ নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দুই লাখ কৃষক। বর্তমান অবস্থায় কৃষকরা সরকারি কৃষি সহায়তা ও প্রণোদনার প্রত্যাশী। ক্ষতির হিসাব করে তাদের সহায়তা দেওয়ার ব্যবস্থা করতে হবে। বন্যাকালীন সহায়তাও অনেককে দিতে হবে। পাশাপাশি কৃষিঋণ ও উপকরণপ্রপ্তি সহজ করতে হবে।