কৃষি পুর্নবাসন কর্মসূচীর আওতায় কুড়িগ্রামের রাজারহাটে নাজিমখান ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ৬৬ জন কৃষকের মাঝে কমিউনিটি বীজতলায় উৎপাদিত নাবীজাতের রোপা-আমনের চারা বিতরণ করা হয়েছে। ২৭ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় নাজিমখান বাজার সংলগ্ন এলাকায় রোপা-আমনের চারা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নূরে তাসনিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল (সাবু), উপজেলা কৃষি কর্মকর্তা মো: কামরুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল আরাফাত, নাজিমখান ইউপি চেয়ারম্যান আবদুল মালেক পাটোয়ারী নয়া, নাজিমখান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম আমিন, সাধারণ সম্পাদক ইমাম আলম হিরু প্রমূখ।