প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শ্রীনগর উপজেলা সোনালী ব্যাংকের উদ্যোগে বন্যায় ক্ষতি গ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহঃস্পতিবার বেলা ১১ টায় উপজেলা চত্বরে এ ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির উ্েদ্ধাধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ রহিমা আক্তার। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সোনলী ব্যাংক মুন্সীগঞ্জ জেলা ডিজিএম শান্তুনু গাঙ্গুলী, শ্রীনগর শাখার ম্যানেজার মোঃ মোখলেছুর রহমান, ২য় কর্মকর্তা মোঃ সাহাদাত হোসেন, শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৫০ টি পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে চাল ৮কেজী,ডাল ১ কেজী ,তেল ১ লিটার,লবন ১কেজী,পিয়াজ ১ কেজী ,চিড়া ১ কেজী,আলু ১ কেজী, দিয়াসলাই ১ প্যাকেট বিতরণ করা হয়।